এসো প্রেম

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

এসো প্রেম

সাদিয়া নাজিব

ভালোবাসার চিহ্ন এঁকেছো করপুটে
চুম্বনে তোমার মিশিয়ে উষ্ণ প্রেম
জ্বেলেছ দূর অগ্রসরের সুতীক্ষ্ণ মশাল
স্মৃতি ও বিস্মৃতির অবিমিশ্র দ্বন্দ্বে।
রেখেছি দুয়ার খুলে,
কিছু জোৎস্না ভিজিয়ে দিক প্রাঙ্গণ।
একলা নিরালা চুইয়ে চুইয়ে
বিলায় বাতাসে অভিশাপ ক্রন্দন।
আঁজলায় কিছু জোৎস্না তবুও মেখে রয়
কাতর প্রেমের অঞ্জলি হবে বলে।
এসো প্রেম চিহ্ন ফেলে যাও
তৃষ্ণার্ত ঠোঁটে কিছু মদিরা ঢেলে।

 

সাদিয়া নাজিব ; কবি