২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ২১, ২০১৮
কামরুজ্জামান হিমু
এ অবস্থায় কি করবে বিএনপি? কেন এই দল একটি জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তুলতে পারেছে না ? সম্প্রতি এর জবাব দিয়েছেন বিএনপিপন্থী দুই বুদ্ধিজীবী। তারা হলেন, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।
কোটা সংস্কার আন্দোলনে দাবি আদায়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টটার মওদুদ আহমেদ স্বীকার করেছেন যে, ‘কোটা সংস্কার আন্দোলন থেকে অনেক শিক্ষণীয় আছে।’ তিনি বলেন ‘আমরা সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে এ রকম আন্দোলন করতে পারিনি’। বিএনপির আরেক নেতা আমীর খসরু চৌধুরী অবশ্য বলেন ভিন্ন কথা। তার মতে, ‘সরকার তো আমাদের দাঁড়াতেই দিচ্ছে না। ঢাকায় আমরা একটা জনসভা করতে পারছি না। মিছিল তো দূরের কথা।’
কিন্তু আমীর খসরুর বক্তব্যকে পরাজিতের প্রলাপ বলেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী এবং গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকায় যদি বিএনপি এক লাখ লোক রাস্তায় নামায় তাহলে কি সরকারের সাধ্য আছে বাধা দেয়?’ তাঁর মতে, ‘আন্দোলন আপনি যার বিরুদ্ধে করবেন, তাঁর অনুমতি নিয়ে করলে তো সেটা আন্দোলন হলো না।’
বিএনপির সমর্থক আরেক বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ মনে করেন, ‘বিএনপির জনসমর্থন আছে। কিন্তু জনসম্পৃক্ততা নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে না বা পারছে না।’
দুই মাসের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া জেলে। দলের অধিকাংশ নেতা পলাতক। তৃণমূলে মামলা হামলায় নেতাকর্মীরা হয় জেলে না হলে পালিয়ে। এই অবস্থায় বিএনপিতে ক্রমশ বাড়ছে হতাশা। তাই একে অন্যকে দোষারোপ করছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766