৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮
শিরিন ওসমান
এ দেশ আমার কবে হবে?
এদেশে আমার পিতার সমাধি,
আমার পিতামহ, প্রপিতামহের,
তারও পিতা, পিতামহ. …..এই
ভুমিতে শুয়ে আছেন।
তাদের অস্থি মজ্জা মিশে আছে
মাটিতে নদীতে সাগরে।
এ দেশ আমার নয়?
আমার পুত্র কন্যার নয়?
কবে এই দেশ আমার হবে__
অপেক্ষায় আছি, যতদিন
বাঁচবো অপেক্ষা করে যাবো।
ওই অশ্বথ বৃক্ষ জানে,আমি
দেখে যেতে চাই এই ভূমি আমার,
আমার পূর্ব পুরুষের এবং
আমার পরের পুরুষের।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766