১৩ই এপ্রিল ২০২১ ইং | ৩০শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসবিএন স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। খবর- আনন্দবাজার পত্রিকা।
আগামী ২৮ ফেব্রুয়ারী (রোববার) বিএসএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। টুর্নামেন্টটি শুরু হবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে।
পত্রিকাটি জানায়, ম্যারাডোনাকে বাংলাদেশে আনছে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)।
এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এ প্রতিষ্ঠানটি।
কয়টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট তা ঘোষণা করা হবে লোগো উন্মোচনের অনুষ্ঠানের পর।
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে গড়া এ লিগে ৩০ বছর বয়সের নিচের খেলোয়াড়দের খেলানো হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766