ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দিলেন ড. কামাল হোসেন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দিলেন ড. কামাল হোসেন
সদরুল আইনঃ
সবাইকে ঐক্যবদ্ধ করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিরেটাস সভাপতি এবং সংবিধান রচয়িতা ড. কামাল হোসেন।
এ সময় তিনি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।
মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত বিশেষ জাতীয় কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, ‌‘আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটা হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।
আমরা চাইছি, দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যে আসা। তারপরে সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা উচিত। এই চেষ্টা আমরা করে যাবো।’
দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ হলে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সবসময়ই দিয়ে থাকি। ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাবো।’
এ সময় বিদেশি হস্তক্ষেপ নয়, দেশের এ পরিস্থিতিতে নিজেদের মধ্য থেকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান গণফোরামের প্রতিষ্ঠাতা।
সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি ও ডা. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31