কপিল দেব জেলা প্রতিনিধি।
ঐতিহাসিক ১৭মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কর্মসূচি উল্লেখ করে জানান, এডভোকেট নিখিল রঞ্জন দাশ, উপ-দপ্তর সম্পাদক জেলা আওয়ামী লীগ,মৌলভীবাজার।
১৭ মে ২০২২, মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার হলরুমে বাদ মাগরিব এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌলভীবাজার রাজনগর ৩আসনের সংসদ সদস্য নেছার আহমদ এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসকআলহাজ্ব মিছবাহুর রহমান।
সংবাদটি শেয়ার করুন