৬ই মার্চ ২০২১ ইং | ২১শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
সুফিয়ান আহমদ চৌধুরী
উদোম গায়ে ওই ছেলেটা জামা দেখে কী যে ঈদটা এলো জামা নেই চোখ জলে ভিজে।
রঙ বেরঙ দেখছে জামা চেয়ে চেয়ে রয় জামা নেইতো মলিন মুখে মনে দুখ ভয়।
ভাবছে চেয়ে জামাটা নিয়ে ঈদ নেই ভাগে অনেক কথা মনেতে তার জামা দেখে জাগে।
খুশির ঈদ আসছে ঠিক নেইতো খুশি মুখে ছেলেটা ওই এমনি করে ঈদের দিনে দুখে।
Developed by - Web Nest Ltd.
Helpline - +88 01719305766