ওসমানী বিমান বন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরী সংবর্ধিত

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

ওসমানী বিমান বন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরী সংবর্ধিত

এসবিএন নিউজ: যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশ আগমন উপলক্ষে সিলেট এম,এ জি ওসমানী বিমান বন্দরে এক সংক্ষিপ্ত সংর্বধনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক এডভোকেট সৈয়দ মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের সিলেটের গৌরব। যুক্তরাজ্যর মাটিতে আওয়ামীলীগকে তথা জননেত্রীর হাতকে শক্তিশালী করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বক্তব্য বলেন, বাঙালির বহুকালের স্বপ্ন ‘পদ্মা সেতু’ বাস্তবায়ণের পথে আরেক ধাপ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী এর মূল কাজের উদ্বোধন করেছেন। সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি যে, আমরাও পারি। পদ্মা সেতু নিয়ে অনেক দর-কষাকষি ও ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র করে পদ্মা সেতুর বাস্তবায়ণ নস্যাৎ করে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করে এর নির্মানের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেন। পরবর্তীতে জামায়াত-বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পদ্মা সেতুর জন্য কোন কাজ তাঁরা করেনি। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার গঠন করে আবার কাজ শুরু করলে জামায়াত-বিএনপি এবং তাদের দোসর সুশিল সমাজ তা নস্যাতের জন্য আদাজল খেয়ে মাঠে নামে। কিন্তু তাদের এই চক্রান্ত সফল হয় নাই, তিনি সকলকে এই শীতের সকালে উপস্থিত হয়ে তাকে যে আন্তিকতার পরিচয় দিয়েছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার, বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউ,পি চেয়ারম্যান মকদুছ আলী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুয়েব আফজাল, সিলেট জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবে্রশ সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুসফিক জায়গীরদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহ-সভাপতি আখলাকুর রহমান, রিপন চৌ:, মতছির চৌ: জনি, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌ:, জাহাঙ্গীর আলম, মুবাশ্বির আলী, শাহিন আহমদ, সাজলু লস্কর, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাধারন সম্পাদক আলতাফুর রহমান সুহেল, কামরুল ইসলাম, মিটু তালুকদার, শেখ আবুল হাসনাথ বুলবুল, সিলেট জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, মহানগর ছাএলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন জুয়েল, বিপ্লব কান্তি দাস, রাসেল আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, জাকির আহমদ কামিল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31