এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে – জনাব ফারুক আহমেদ (জন্মঃ ০২ ফেব্রুয়ারী ১৯৫৪; পিতাঃ মরহুম সিরাজুল হক হাওলাদার, মাতাঃ মরহুম সামসুন্নাহার বেগম) এবং তাঁর স্ত্রী জনাবা উম্মে কুলসুম (জন্মঃ ০২ মার্চ ১৯৭২; পিতাঃ মরহুম রফিকুল ইসলাম মোল্লা, মাতাঃ মরহুম ফাতেমা বেগম), স্থায়ী আবাসিক ঠিকানাঃ গ্রামঃ উত্তর চারকুমারীয়া, থানা – সখীপুর, ডাকঘর – চর ভৈরা, ডাক কোড – ৮০৩০, শরীয়তপুর, বাংলাদেশ, তএই সাধারণ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের জ্ঞাতার্থে প্রত্যয়ন করছেন যে করছেন যে তাঁদের কন্যা সাদিয়া আফরিন (জন্মঃ ১৫/০১/১৯১, বাংলাদেশী নাগরিক) বর্তমানে যুক্তরাজ্যে প্রবাসী, এর সাথে কোনো ধরণের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সম্পর্ক তাঁদের নেই। পারিবারিক অসম্মতিতে অনুপযুক্ত ব্যক্তির সাথে বিয়ে করে সাদিয়া আফরিন তার পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মানহানি করেছেন যে কারণে আইনি ঘোষণার মারফত সাদিয়া আফরিন-কে ত্যাজ্য করা হয়েছে। এই সম্পর্তকচ্যুতির ফলস্বরূপ সাদিয়া আফরিন-এর তার প্রাক্তন পিতা-মাতার যৌথ বা নিজ-নিজ নামে মালিকানাধীন কোনো অর্থর্নৈতিক এবং স্থাবর-অস্থাবর সম্মপত্তি উত্তরাধিকার সূত্রে দাবি করার অধিকার লুপ্ত হলো এবং সাদিয়া আফরিন এর কোনো প্রকারের কর্মকাণ্ডের জন্যে তার পরিবার কোনোভাবে দায়বদ্ধ থাকবেন না।
সংবাদটি শেয়ার করুন