ওয়ানডে ক্রিকেটে দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করে নতুন রেকর্ড গড়লেন তারা । ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৬ উইকেটে ৩২৯ রান। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ওপেনার তামিম ইকবালের ১৩২ ও মুশফিকুর রহিমের ৭৭ বলে ১০৬ রানের সুবাদে ঐ ৩২৯ করেছিলো বাংলাদেশ। ম্যাচে ৭৯ রানে জয় পেয়েছিলো টাইগাররা।
আজ বাংলাদেশের নয়া রেকর্ড গড়তে অবদান রাখেন সাকিব ও মুশফিক। দু’জনে হাফ-সেঞ্চুরি করেন। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৪ বলে ৭৫ রান করেন সাকিব। ৮টি চারে ৮০ বলে ৭৮ রান করেন মুশি। এছাড়া বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ৩৩ বলে অপরাজিত ৪৬ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Web Design by: SuperSoftIT.com