ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ২১ দফা দাবিতে মহাসমাবেশ হবে আগামী কাল শনিবার । এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল ৩রা মার্চ, শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ২১ দফা দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ্ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি। মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।২১ দফা দাবিতে মহাসমাবেশর প্রস্তুতি হিসেবে আজ সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক টিমের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাশ, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সুশৃংখল একটি সমাবেশ অনুষ্ঠিত করবার জন্য সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং স্বেচ্ছাসেবকরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
সংবাদটি শেয়ার করুন