স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, এমন বিষয় উল্লেখ করে মার্কিন প্রেসিডন্টে জো বাউডনেকে চিঠি দিয়েছেন ছয় কংগ্রেসম্যান। এ নিয়ে বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাঙালিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এ ধারাবাহিকতায় মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে অসত্য তথ্য উল্লেখ করে সুপরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছে সম্প্রীতি বাংলাদেশ। সংগঠনটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে জানতে পেরেছি যে, প্রেসিডেন্ট বাইডেনের কাছে কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করছে। চিঠিতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং হিন্দুরা এদেশে ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এ সবই নাকি ঘটছে শেখ হাসিনার শাসনামলে।’
তবে এমন বিভ্রান্তিকর তথ্যের ওপর লেখা চিঠি নিয়ে দেশে ও বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে সম্প্রীতি বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বলা হয়, ‘কংগ্রেসম্যানদের উল্লিখিত চিঠির ভিত্তিতে দেশে এবং বিদেশে চালানো হচ্ছে অপপ্রচার। ত্রিশ লাখ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এই নোংরা ষড়যন্ত্রে আমরা মর্মাহত। একই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে বলতে চাই, জাতির জনক ও তার সুযোগ্য কন্যার মানবিক জীবনাদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের উদ্দেশ্য।’
সম্প্রীতি বাংলাদেশ বলছে, ‘সংখ্যালঘুদের বিষয়ে শেখ হাসিনা সংবেদনশীল একজন মানুষ। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তার প্রতি সংখ্যালঘুদের আস্থার বিষয়টিও আমরা তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে দেশে-বিদেশে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা বাংলাদেশের জন্য ক্ষতিকর। একইসঙ্গে বাংলাদেশ ও বাঙালি জাতির অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা এবং অবমাননার শামিল।’
উল্লেখ” ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর দেশব্যাপী পরিচালিত নির্যাতন ও বর্বরতার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর রাষ্ট্রিয় মদতে যে নৃশংস বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল, তা একাত্তরের ইতিহাসকেও হার মানায়। খালেদা জিয়া-তারেক রহমান এবং নিজামী-মুজাহিদদের শাসনামলের ভয়াবহ ঘটনাবলীকে বর্তমান সময়কালের উল্লেখ করে ধূর্ততা ও চাতুর্যের সঙ্গে প্রচার করার অপচেষ্টা চলছে।
সম্প্রীতি বাংলাদেশ সব ধর্মের শুভবাদী মানুষকে সম্মিলিতভাবে এমন গুজব প্রতিরোধের আহ্বান জানিয়েছেন,পীযূষ বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, আহবায়ক, সম্প্রীতি বাংলাদেশ সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ।
সংবাদটি শেয়ার করুন