কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র সহ এক যুবক কে আটক করেছে র্যাব-১৫।
সোমবার বিকালে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া) শামসুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গত, রবিবার রাত সাড়ে ১১ টায় তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম বাবুল পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গজুঘোনা এলাকার আবদুর রহিমের ছেলে।
শামসুল আলম খান জানান, উপজেলার পালংখালী গজুঘোনা সাকিনের জৈনিক আব্দুর রহমানের বাড়ি সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুল কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার লুঙ্গির ভিতরে একটি লাইসেন্সবিহীন দেশীয় অস্ত্র এল.জি উদ্ধার করা হয়।আটকের পর যুবক কে অস্ত্র সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন