কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের লিংক রোড় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর সদস্য আবচার হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সদরের বৈদ্যের ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
আটক রায়হান উরফে রায়হান বাবু (২২) লিংক রোড় দক্ষিণ মহুরী পাড়ার ওসমান উরফে কালুর ছেলে।
মো. আবু সালাম চৌধুরী জানান, সদরের লিংক রোড় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর ও লিয়াকত আলী বাহিনী নামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৪ ডিসেম্বর লিয়াকত বাহিনীর নুরুল আবছার কে খালেক বাহিনীর গ্রুপের সদস্যরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরর্বতী ৮ দিন পর নুরুল আবছার চিকিৎসা অবস্থায় মারা যায়। এ ঘটনার পর থেকে আসামীরা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। এবং আজ মামলার ৩নং আসামী কে আটক করা হয়।
আটক আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন