
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে ইয়াবাসহ আটকের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ এর বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিয়ানামারের আকিয়াবের সিবপুরে মো. দইলা, পুত্তু জারিপাড়ার রবি আলম, একই এলাকার মো. আলম, মো. শফিকুল, মো. নূর, নূরে আলম, আলী আহামদ ও নূরুল আমিন।
মামলা বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে ঢুকার সময় বোটসহ ইয়াবার একটি বড় চালান জব্দ করে টেকনাফ কোস্ট গার্ডের একটি দল। ওই সময় বোটে থাকা আটজনকেও আটক করা হয়। ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় কোস্ট গার্ড কর্মকর্তা এম জে উদ্দীন বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।