
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় থেকে ইয়াবাসহ এক নারী কারবারীকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
আজ বিকালে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার
তিনি জানান, সদর ইউপির হরিনাফাঁড়ি নুইন্যামুইন্যা ব্রিজে পয়েন্ট চেকপোস্ট চলাকালীন সময় একটি সিএনজি গাড়ি থেকে মোশারফা বেগম নামে এক মহিলাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে দু’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মহিলার নাম মোশারফা বেগম (৩৫)। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলিজার পাড়ার করিমদাদের মেয়ে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।