কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চৌফলদন্ডী এলাকা থেকে একাধিক খুন, ডাকতি, দাঙ্গা, দখল, দূর্ধর্ষ ডাকাত সর্দার, চিহ্নিত সন্ত্রাসী জামাল হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
শনিবার বিকেলে ৪ টা ৩০ মিনিটের সময় চৌফলদন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জামাল হোসেন ওরপে (জামাইল্যা) কক্সবাজার চৌফলদন্ডী মাইজ পাড়া এলাকার মৃত আবুল খাইরের ছেলে।
আবু সালাম চৌধুরী জানান, স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জামাল চৌফলদন্ডী এলাকার একজন কুখ্যাত ডাকাত সন্ত্রাস সর্দার। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় জনমনে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। চাঁদাবাজি, দখল, বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে যাচ্ছিল। এছাড়া কোনো ব্যক্তি তার সাথে বিরোদ্বাচারণ করলে করলে সে তার সন্ত্রাস বাহিনীর মাধ্যমে তাদের গুরুতর জখম ও বাড়ি ভাংচুর করত।
আটক জামালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২ টি ডাকাতি, ২টি হত্যা, ১টি খুনসহ ২টি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে। এবং তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন