কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ঈদগাঁও তে ব্যারিকেড বসিয়ে সিএনজির দুই যাত্রীকে অপহরণ করেছে ডাকাত দল।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে ঈদগাঁও সড়কের সাতঁতারা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
তারা হলেন, নাইক্ষ্যংছড়ির বাইশারী তুফান আলী পাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা গফুরের ছেলে আবু তাহের ও একই এলাকার ছৈয়দুল হকের ছেলে রিফাত।
তারা দুইজনই বাইশারীর রাবারবাগানের শ্রমিক বলে জানিয়েছেন ঈদগাঁও এলাকার এর বাসিন্দা আবুল কাশেম।
স্থানীয় ঈদগাঁও বাসিন্দা আবুল কাশেম সিএনজি অটোরিকশা চালকের উদ্বৃতি দিয়ে জানান, শুক্রবার রাতে ঈদগাঁও থেকে সিএনজি অটোরিকশা যোগে বাইশারী যাওয়ার পথে সাতঁতারা নামক স্থানে ব্যারিকেড বসিয়ে তাদের আটকায় ডাকাতদল। পরে সিএনজি অটোরিকশার চালককে ছেড়ে দিলেও রিফাত ও আবু তাহেরকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় তারা।
এদিকে গত এক মাসে ঈদগাঁও সড়কে ৬ জন অপহরণের শিকার হয়েছে। এরমধ্যে ৪ দিন আগে ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত হয় ঈদগাঁও দুইজন মাছ ব্যবসায়ী।
অপহরণের হটস্পট এই সড়কে জনগণ প্রাণহাতে নিয়ে চলাচল করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন মাথাব্যথা নেই বলে অভিযোগ স্থানীয়দের।
সংবাদটি শেয়ার করুন