
তাফহীমুল আনাম:
কক্সবাজারে মাদক মামলায় জাহিদ হোসেন নামে এক রোহিঙ্গা কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ১৯ মার্চ বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
দন্ডপ্রাপ্ত জাহিদ হোসেন (৫৩) উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পর বি-২, ব্লক-১ ইস্টের এর আবদুল নবী এর পুত্র। দন্ডিত আসামী পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ,
২০২২ সালের ২৯ জানুয়ারি বিকেল পৌনে ৩ টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১৪, এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি টিম কুতুপালং লম্বাশিয়া চৌরাস্তার মোড়ে মৌলভী জাবেরের মুদির দোকানের সামনে এক অভিযান চালিয়ে রোহিঙ্গা শরনার্থী জাহিদ হোসেন কে আটক করে। পরে তার পরনের লুঙ্গির পেছনে গুজানো অবস্থায় থাকা ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় ১৪, এপিবিএন পুলিশের এসআই মো. মোজাহেরুল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোহিঙ্গা জাহিদ হোসেনকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।