২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
রাজধানীতে তেজগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধ র্যাবের একটি চেকপোস্টে । সেখানে নিহত হয়েছেন ২ জন ডাকাত দলের সদস্য।
র্যাব সূত্রে জানা গেছে , নিহত দুজনের নাম নাঈম (৩৫) ও জামাল (৩৬) । তারা আন্তঃজেলা গাড়ি চোর ও ডাকাত দলের সদস্য।
শুক্রবার ভোর ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-২ এর কোম্পানি কামান্ডার মহিউদ্দিন ফারুকী জানান ।
তিনি বলেন, ওই ‘আন্তঃজেলা গাড়ি চোর ও ডাকাত দলের সদস্য’ হানিফ ও লিটনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দলের অন্যদের ধরতে রাতে বিজি প্রেস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন তারা ।
ওই ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় এলে তাদের থামার সংকেত দেয় র্যাব। কিন্তু তারা গাড়ি না থামিয়ে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী।
ওই ‘চোরাই’ পিকআপে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি রামদা, একটি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায় বলে জানান তিনি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766