এসবিএন ডেস্ক:
রাজধানীর কদমতলী থানা এলাকায় নিজ বাসার বাথরুম থেকে আরিফা বেগম (৬৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে খুন করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে সকাল ৯ টার দিকে দোতলা বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, বাড়ির মালিক ওই নারী। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তাঁর দুই মেয়ে থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই নারী খুন হতে পারেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন