ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


‘কনসার্ট ফর চিল্ড্রেন’ এর সাফল্য কামনা করেছেন তথ্যমন্ত্রী

redtimes.com,bd
প্রকাশিত মার্চ ২৩, ২০১৮, ০২:১২ পূর্বাহ্ণ
‘কনসার্ট ফর চিল্ড্রেন’ এর  সাফল্য কামনা করেছেন তথ্যমন্ত্রী

শিশু অধিকার সচেতনতায় ‘কনসার্ট ফর চিল্ড্রেন’ অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর্ত শিশুকল্যাণে ব্রতী সংস্থা ডিসট্রেসড চিল্ড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিল্ড্রেন (আরসিএস) এর আয়োজনে ২৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই কনসার্ট হয় ।

ডিসিআই’র নির্বাহী পরিচালক ড. এহসান হক এবং আরসিএস’র প্রধান নির্বাহী সালমা কাদিরকে দেয়া শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘সুন্দর ও সমৃদ্ধ আগামীর জন্য শিশু অধিকার রক্ষায় প্রত্যেক মানুষকে সচেতনভাবে কাজ করতে হবে। আর এ সচেতনতা বৃদ্ধিতে সংগীত এক অনন্য হৃদয়গ্রাহী মাধ্যম।’

কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, জনপ্রিয় শিল্পী ববিতা আখতার, এস আই টুটুল, হাসান আবিদুর রেজা জুয়েল প্রমুখের সংগীতে ‘কনসার্ট ফর চিল্ড্রেন’ একটি উপভোগ্য অনুষ্ঠান হবে বলে মনে করছেন আয়োজকরা।

সংগীতের পাশাপাশি থাকছে বেনুকা ইনস্টিটিউট অভ ফাইন আর্টস, ডিসিআই এতিমখানার শিশুশিল্পীদের সান চাইল্ড মিউজিক গ্রুপ, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন হ্যাপি’র নৃত্যানুষ্ঠান, যাদুকর লিটন মনিরুজ্জামান ও মাসুদা পারভীন বন্নী’র পরিবেশনা। দু’ হাজার, এক হাজার ও পাঁচশত টাকার মূল্যের প্রবেশপত্র কৃষিবিদ ইনস্টিটিউশন কাউন্টারে শুক্রবার বিকেল চারটা থেকে পাওয়া যাবে, জানান আয়োজকরা।

সংগীতানুষ্ঠানের মূল উদ্যোক্তা ডিসট্রেসড চিল্ড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এবং সহযোগী সংস্থা রাইটস এন্ড সাইট ফর চিল্ড্রেন (আরসিএস) ১৯৯২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে শিশু অধিকার রক্ষা ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930