ঢাকা ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


কন্যা সন্তানের মা হয়েছেন রানী

abdul
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
কন্যা সন্তানের মা হয়েছেন রানী

এসবিএন ডেস্ক:
জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি কন্যাসন্তানের মা হয়েছেন। বুধবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রানী। বেলা ১১টা ২৯ মিনিটে রানীর দেবর উদয় চোপড়া এক টুইট বার্তায় এ তথ্য জানান বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
আদিত্যের ছোট ভাই উদয় টুইটারে লিখেছেন, ‘ইটস এ গার্ল!!!’ আদিত্য চোপড়া ও তার বন্ধু করণ জোহরও টুইটার বার্তায় একই খবর প্রকাশ করেছেন।
ঘর আলো করে আসা নতুন এ অতিথির নাম রাখা হয়েছে আদিরা। আর নাম জুড়ে রয়েছেন আদিত্য-রানী। বাবা আদিত্য থেকে ‘আদি’ এবং মা রানী থেকে ‘রা’ নিয়েই রাখা হয়েছে আদিরা নামটি।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930