এসবিএন ডেস্ক:
জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি কন্যাসন্তানের মা হয়েছেন। বুধবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রানী। বেলা ১১টা ২৯ মিনিটে রানীর দেবর উদয় চোপড়া এক টুইট বার্তায় এ তথ্য জানান বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
আদিত্যের ছোট ভাই উদয় টুইটারে লিখেছেন, ‘ইটস এ গার্ল!!!’ আদিত্য চোপড়া ও তার বন্ধু করণ জোহরও টুইটার বার্তায় একই খবর প্রকাশ করেছেন।
ঘর আলো করে আসা নতুন এ অতিথির নাম রাখা হয়েছে আদিরা। আর নাম জুড়ে রয়েছেন আদিত্য-রানী। বাবা আদিত্য থেকে ‘আদি’ এবং মা রানী থেকে ‘রা’ নিয়েই রাখা হয়েছে আদিরা নামটি।
সংবাদটি শেয়ার করুন