৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
মিটারে মাপো তুমি চুম্বনের স্বাদ, নিশুতি রাতে করো মুদ্রার হিসাব;
কী করে বুঝাই বলো ভাবছি তাই! নিজের কাছেই তুমি অচেনা সময়;
ডান-বাম উঁচু-নিচু পাহাড়ী প্রমাদ, কফির ঠোঁটেই মাপি চুম্বনের স্বাদ;
লোনাজলে চেখে দেখি জিহ্বার গুণ, তোমার চোখেই খুঁজি সৃষ্টির আগুন;