৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সিগমা আউয়াল
নিঃশব্দ বারান্দা থেকে কতটুকু আর দেখতে চাও ?
থমেথমে জনপদ নিদ্রামগ্ন পথচারি
লম্পট পদশব্দের আদিম রাত্রি ।
আয়না ,চিরুনি মধ্যরাতে খোলা রঙ্গিন বস্ত্রাদি
ঝিঁঝিঁ পোকার ডাক ।
অহংকারে কিছু যান্ত্রিক যন্ত্রের ঘর্ষণে কাঁপায় আকাশ ,
রাতজাগা দীর্ঘশ্বাস ,দূরে রাতজাগা কুকুরের ক্ষিপ্র আর্তনাদ !
টলে ওঠে নেশাবুঁদ যুবকের মগ্ন সুপ্ত চেতনা ।
অস্পষ্ট মগ্নচেতনায় আদিকাল থেকে কেবলি খেলার পুতুল !
অন্যমনস্ক ভাবছি তাই চলার পথে যদি পাই দেখা লম্পটের !
নীলচোখের লম্পট ঘোরে দুনিয়াময় ,
কোথায় পাব তোমারে !
অস্তিত্বের ক্রোধে তন্দ্রাচ্ছন্ন আঁখি মেলে প্রতিদিন দেখি
ক্লান্ত নর্দমায় জীবনের ধ্বংস স্তূপ ।
আকাশ ভরা চন্দ্রতারা !
নিরব বারান্দায় দীড়িয়ে আযানে সুমধুর সুরে সুরে
বুঝে নিতে হয় জীবনের বাস্তবতা ,
বোঝা যায় কবিতায় পঙ্কিলতার সুরে
হৃদয় ক্ষতবিক্ষত হয় কতটুকু ?
কবিতার চরণে মুখলুকিয়ে আর কত হাঁটতে চাও ?
নিদ্রা তুচ্ছ করে মর্মেমর্মে পদ্য ফেঁদে
তোমাকে শোনাতে চাই ,
মানুষের চাহিদার কোন শেষ নাই ।
অস্পষ্ট কিছু কথার মধ্যে হাসিকান্নার রেশটুকু
প্রকট আকারে ধরা দেয় কবিতার অভয়ারণ্যে ,
বিশ্লেষণের কোন দরকার নাই ,,,
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766