কবিতা শূন্যস্থান

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

কবিতা শূন্যস্থান

সুমিতা মুখোপাধ্যায়

কিছু মলিনতার কথা,যেমন তুমি,শূন্যে ভাসমান
কোথাও মেঘ,কোথাও ভূকম্পন, কোথাও বিষুবরেখা
মধুক্ষরণের কথা কিছু,কিছু আলাপ বধ্যভূমির
খোলা আকাশে একে -একে জড়ো হয়েছেন ছায়ামূর্তিরা

কিছু সংঘর্ষ, হীনজন্ম, কিছু ভয়ানক অন্ধতা হতে
হাত বাড়িয়ে তোমার বসনপ্রান্ত ছুঁতে চেয়েছিলাম
কিছু অস্ত্রলেখা, কিছু ধারাস্নান, কিছু বিদায়গৌরব
এই উন্মাদ মৃত্তিকাকে শোনাবার মতো সকল কথা
অনাথ বৃষ্টিপতনের মাঝে বারবার কেঁপে উঠছে

কিছু হরিধ্বনি ভাড়া -করা বাজনদারদের পিছনে
অবিরাম ছুটে চলেছি,সাক্ষী রইল পথের ভাঙ্গন
শোনো শূন্যস্থান, শোনো দিগন্ত, ছায়া, ভৌতিক বৃক্ষসাঁজি।

 

সুমিতা মুখোপাধ্যায় : ভারতীয় কবি