২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩
কবি ও কথাশিল্পী হামিদ রায়হান পেলেন বিন্দু বিসর্গ পদক-২০২৩। প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেওয়া হয়। গত ১১ মার্চ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।
হামিদ রায়হান সমকালীন সাহিত্যে বহুমাত্রিক পরিশ্রমী লেখকদের অগ্রগণ্য। লখছেন কবিতা নব্বই দশক থেকে। সঙ্গে, কথাসাহিত্য ও গদ্য। অনুবাদক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অ খরহব ঝযধফড়ি তার প্রথম ইংরেজি উপন্যাসটি ২০২১ সালে, এবং শিল্প-সাহিত্য ও সংস্কৃতি গদ্যের বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়, যা আমাজন.কম থেকে প্রকাশিত হয় এবং আমাজন.কম-এ পাওয়া যাচ্ছে, যা সমসাময়িক লেখক ও পাঠকের মনোযোগ আকৃষ্ট করেছে। টোটেম ও জলতমা, তার প্রথম বাংলা কবিতার বই, ২০১৪ সালে প্রকাশিত হয়।
২০১৯ সালে বাংলাপ্রকাশ থেকে প্রকাশিত শিল্প-সাহিত্য বিষয়ক গদ্যের বই “অস্তিত্বে জলতরঙ্গ” এবং ভাষাপ্রকাশ থেকে হেজিমনি যা বর্তমানে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। ২০২২, নবেম্বরে প্রকাশিত হয় ঐতিহ্য থেকে হেজিমনি পলিটিকস, যা পড়–য়াপাঠকদের ব্যাপক আগ্রহ কেড়েছে। ২০২৩ সালে অমর একুশে মেলায় বেরোয় ভাষাপ্রকাশ থেকে হেজিমনি, উত্তরৌপনিবেশিক চেতনায় সমকালীন সমাজ এবং প্লেটো। বেহুলাবাংলা থেকে সাহিত্যবিষয়ক গদ্যবই, সাহিত্যতত্ত্বের ট্ট্যাজেডি, যা পড়–য়া ও পাঠকদের দৃষ্টি কেড়েছে। এবং বেহুলাবাংলা নির্বাচিত হামিদ রায়হানের শ্রেষ্ঠকবিতা (২০২৩)। সম্পাদনা করেন উত্তরপুরুষ নামে একটি কবিতা বিষয়ক ছোটকাগজ।
এছাড়া কথাসাহিত্যে এ পদক পেয়েছেন ম্যারিনা নাসরীন, কবিতায় আমিনুল ইসলাম, শিশুসাহিত্যে জ্যোতির্ময় সেন, ভ্রমণকাহিনিতে শিউলী সিরাজ। সাহিত্যে ‘সামগ্রিক অবদান’ রাখায় এ পদক পেয়েছেন নাসির আহমেদ, ফারুক মাহমুদ ও ফরিদ আহমদ দুলাল। আরও যাদের সম্মানিত করা হয়, তারা হলেন: শান্তিময় মুখোপাধ্যায়, কবি সুমন সরদার, পুষ্পিতা চট্টোপাধ্যায় (ভারত), কবি রমজান বিন মোজাম্মেল, কবি নাহার আহমেদ, কবি শিবলী মোকতাদির, কবি খৈয়াম কাদের, সাংবাদিক গোবিন্দলাল দাস, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি শাহাদত হোসেন সুজন, শিরিন আক্তার ও শাহ আলম বাবলু।
কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক সাবেদ আল সা’দ সম্পাদিত ‘বিন্দু বিসর্গ’ ছোটকাগজের ২৩ বছর পূর্তিতে দিনভর আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি অংশ নেন।
আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমৃদ্ধ ছিল সারাদিনের আয়োজন। অধ্যাপক মাজহারউল মান্নান দিনভর কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় সারাদিন অংশগ্রহণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক জনাব মো. অলিউর রহমান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com