কবি হাসিদা মুন এখন কলকাতায় । কলকাতা বইমেলায় তিনি পুনশ্চ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন । হাসিদা মুন রেডটাইমস ডট কম ডট বিডিকে জানান, অনুষ্ঠানে সভাপতি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ।প্রধান অতিথি ইন্দ্রাণী ভট্টাচার্য ও বিশেষ অতিথি থাকবেন কথাশিল্পী শঙ্কর । হাসিদা মুন পড়াশোনা করেছেন মনোবিজ্ঞান নিয়ে ।কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য নিয়ে তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে । এবারের বই মেলায় প্রকাশিত হবে তার ভ্রমণ কাহিনী আমিশদের গ্রাম । প্রকাশক শ্রেষ্ঠপ্রকাশ ।
সংবাদটি শেয়ার করুন