এস এম এবাদুল হক,কমলগঞ্জ থেকে:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবলীগের আহবায়ক, পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সাবেক চীফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিফাত উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ, এম. মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক সভাপতি কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সদস্য মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, ইমতিয়াজ আহমেদ বুলবুল সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি কমলগঞ্জ, সঞ্জয় চক্রবর্তী অফিসার ইনচার্জ কমলগঞ্জ থানা, জয় কুমার হাজরা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কমলগঞ্জ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন