রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার( ২৭মে) ৫০০ গ্রাম গাঁজাসহ মনুলাল বৈদ্য (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন ০৬ নং আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের গুল্লিমারা টিলকি টিলা এলাকায় আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মনুলাল বৈদ্য আলিনগর চা বাগানের মৃত রাধেশ্যাম বৈদ্যর ছেলে।
এছাড়া অন্য এক অভিযানে এনজিআর ৩৭৯/২২ (এসএমপি) এর ওয়ারেন্টভুক্ত আসামি আরব আলি(৩৩), পিতা- মৃত লজই মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন