রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ৬নং আলীনগর ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আয়োজনে আজ রবিবার (৪ঠা জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার ০৬নং আলীনগর ইউনিয়নের আলীনগর চাবাগানের নাটমন্দিরে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
আলীনগর বাগানের সহকারী ব্যবস্হাপকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।
উক্ত বিট পুলিশিং সভায় ৬নং আলীনগর ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ বক্তব্য প্রদান করেন।
এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ তথা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।
উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সংশ্লিষ্ট বিট অফিসার,স্হানীয় মহিলা ও পুরুষ মেম্বার, বাগান পঞ্চায়েত এর সভাপতি সেক্রেটারি সহ স্হানীয় জনগন ও চা শ্রমিকগন।
সংবাদটি শেয়ার করুন