২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কমলগঞ্জ থেকে:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে করিমপুর ইসলামী যুব সংঘের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমলগঞ্জ পৌর এলাকার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মরহুম দুলাল আহমদ এর স্মরণে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে চক্ষু শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন
চক্ষু শিবিরে প্রায় ৭’শ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। এসময় ৩’শ জন ছানীপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে হাসপাতালে এনে তাদের চোখে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করে আবার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজক কমিটি। চক্ষু শিবিরটি সম্পন্ন করতে স্থানীয়ভাবে সহযোগিতা করে করিমপুর ইসলামী যুব সংঘ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com