ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গতদের স্বাস্থ্য সেবায় শমশেরনগর হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা কমলগঞ্জ দাখিল মাদরাসায় বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম, মঈনুল ইসলাম খাঁন, এ.কে.এম জিল্লুল হক, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভা এবং সদর ইউনিয়নের ৫শতাধিক মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
নব প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী’র নেতৃত্বে ও যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিনের সমন্বয়ে ডাঃ গৌরব পাল, ডাঃ শোভন সেন, ডাঃ সুদীপ কুমার সিনহা, বিমল পাল, সনজিত সিং ও লিলি রানী দাশ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।
কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল কমিটির সহ-সভাপতি আব্দুস সহিদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর, অর্থ সম্পাদক আব্দুল মুত্তাকিন, জনসংযোগ সম্পাদক মোঃ মুজিবুর রহমান চৌধুরী, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক), সদস্য মোঃ ফখরু চৌধুরী, বাচ্চু সেন শর্মা, সাবেক পৌর মেয়র হাসিনা আফরোজ চৌধুরী, মোঃ কাওছার শোকরানা নান্না, সৈয়দ ইব্রাহিম আহমদ, দুরুদ আহমদ মাষ্টার, ব্যবসায়ী আনহার আহমদ, মাসুক আহমদ, আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড. কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত, রাজন রবিদাশ আবুল হোসেন, আব্দুর রহিম, জমির আহমদ জয়, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সালাহ উদ্দিন শুভ সহ হাসপাতাল কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উদ্বোধনী বক্তব্যে বলেন, সরকারী সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। এর মাঝে শমশেরনগর হাসপাতাল মেডিক্যাল টিম বিভিন্ন এলাকা ঘুরে স্বাস্থ্য সেবার কাজ করছে। তা প্রসংশার দাবি রাখে।
মেডিকেল ক্যাম্প বিষয়ে বিভিন্ন বিষয়ে জেনে নিয়ে অভিমত প্রকাশ করে পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী বলেন, আমি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম সম্পর্কে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি, তা খুব প্রশংসনীয়। আগামীতে আমিও এসব কার্যক্রমে যুক্ত থাকতে চাই।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রবাসীদের সহায়তায় করা হয়েছে অলাভজনক শমশেরনগর হাসপাতাল। এ দায়িত্বের অংশ হিসেবে শমশেনগর হাসপাতাল মেডিক্যাল দল এ বন্যায় সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031