ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কমলগঞ্জে হীড বাংলাদেশ কর্তৃক জিপিএ শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তির টাকা বিতরণ

redtimes.com,bd
প্রকাশিত জুন ৫, ২০২৩, ০৮:৩২ অপরাহ্ণ
কমলগঞ্জে হীড বাংলাদেশ কর্তৃক জিপিএ শিক্ষার্থীদের এককালীন উপবৃত্তির টাকা বিতরণ
এস এম এবাদুল হক, কমলগঞ্জ থেকে,
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর উদ্যোগে মাইক্রোফাইন্যান্স এর আওতায় সকল সমিতির সদস্যগণের সন্তানদের ২০২২ সালে অরুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪/৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার শামছুন নাহার পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ৮নং মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী।
হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী ও মৌলভীবাজারের রিজিওনাল ম্যানেজার তপন সাহার সার্বিক তত্ত¡বধানে অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৬ জনকে ৫ হাজার করে ৩ লক্ষ ৩০ হাজার ও জিপিএ ৪ প্রাপ্ত ১৪৩ জনকে ৫ লক্ষ ৭২ হাজার টাকাসহ মোট ৯ লক্ষ ২ হাজার টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031