কপিল দেব জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সাধন বাগতী বড় লাইনে ঠাকুর টিলার মৃত শন্তু বাগতীর ছেলে এবং খোকন একই এলাকার মৃত কালু বাগতীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক সোহেল রানাসহ পুলিশের একটি দল উপজেলার শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ তাদের আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মো: মোশারফ হোসেনে বলেন, ১৬ লিটার দেশীয় চোলাই মদ ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।