রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ মে) রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন সময়ে কমলগঞ্জ থানাধীন নয়াবাজার এলাকা থেকে মাসুম বিল্লাহকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৭মে) দিবাগত রাত ১২:২০ ঘটিকার সময় কমলগঞ্জ থানার এসআই কাশী শর্মা,এএসআই আকরাম আলী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কমলগঞ্জ থানাধীন ০২ নং পতনঊষার ইউনিয়নের নয়াবাজার হালিমা ষ্টোর মাসুক মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাসুম বিল্লাহকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত মাসুম বিল্লাহ কমলগঞ্জ উপজেলার ২নং পতেনউষার ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন