কপিল দেব:
পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটির প্রদর্শনী হয়েছে।
সকাল ১১:৩০ ঘটিকায় মৌলভীবাজার শহর থেকে রঙ্গিন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত একটি পিকআপ বাদক দল সহ ট্রফিটি নিয়ে কমলগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
দুপুরে কমলগঞ্জ থানার শমশেরনগর বাজারে পৌঁছলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ট্রফি বহনকারী দলকে স্বাগত জানান। পরে শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমেদ, শমসেরনগর গণ্যমান্যব্যক্তি বৃন্দ এবং স্থানীয় ক্রীড়ামোদী লোকজন ট্রফি নিয়ে শমশেরনগর বাজার প্রদক্ষিণ করেন।
এরপর ট্রফি বহনকারী দল কমলগঞ্জ উপজেলায় পৌঁছালে কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ট্রফি বহন করে দলকে স্বাগত জানান এবং এই টুর্নামেন্ট নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। কমলগঞ্জ থানা থেকে ট্রফি নিয়ে ভানুগাছ বাজার এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করা হয়।
কমলগঞ্জ থানা এলাকায় প্রচারণা শেষে ট্রফি বহনকারী পিকআপ শ্রীমঙ্গল উপজেলার পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে প্রচারণা শেষ করে সোনালী ট্রফি নিয়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন।
সেখানে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা প্রাঙ্গণে ট্রফি প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
আগামী ১ মার্চ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। এবারের টুর্নামেন্টে জেলার প্রত্যেকটি উপজেলা থেকে একটি করে টিম অংশগ্রহণ করবে।
সংবাদটি শেয়ার করুন