রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন শমশেরনগর ইউনিয়নে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আদ নারায়ন @ মুন্না রেলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ১০ ঘটিকার সময় শমশেরনগর চা বাগানের রেলীটিলা এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশী শর্মা, এএসআই আকরাম আলী ও এএসআই বাবুল হোসেনসহ পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের মুন্না রেলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
পরে তার বসতঘর তল্লাশি করে ঘরে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মুন্না রেলী শমশেরনগর চা বাগানের রেলী টিলার এনকর স্বামী রেলীর ছেলে। তার থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন