১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২
দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা এবং নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে কয়েকগুণ।
সেই সঙ্গে কম হলেও, দৈনিক মৃত্যুর খবরও আসতে শুরু করেছে।
তবে করোনার সাপ্তাহিক পরিস্থিতি বিশ্লেষনে দেখা গেছে, গত সাত দিনে (২০-২৬ জুন) দেশে সংক্রমণ বৃদ্ধির হার তার আগের সাত দিনের থেকে কিছুটা কমেছে।
গত সাত দিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্য্য বেড়েছে তিনশ’ শতাংশ। এই হার তার আগের সপ্তাহে ছিলো সাড়ে তিনশ’ শতাংশ।
গেলো এক সপ্তাহে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন আট হাজার ৮৪৬ জন। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিলো দুই হাজার ২১২ জন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে বহু গুণ। গেল সাত দিনে ৯ জনের মৃত্যুর খবর এসেছে, সেখানে তার আগের সাত দিনে এই সংখ্যা শূণ্য ছিলো।
দেশের সংক্রমণব্যাধি বিশেষজ্ঞরা বলছেন, ঘরে ঘরে এখন সর্দি-কাশি দেখা দিয়েছে। করোনার চতুর্থ ঢেউ চলছে। আবার এখন ডেঙ্গুরও মৌসুম। সে হিসাবে পরীক্ষার হার খুবই কম।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে সর্দি-জ্বর। পরীক্ষা করালে অনেকের করোনা পজিটিভ রিপোর্ট আসবে।
তাই সাবধান থাকতে হবে। করোনা শনাক্তের হার ৫ শতাংশের ওপরে গেলেই বিপজ্জনক হিসেবে ধরা হয়। কিন্তু এখন শনাক্তের হার ১৫ শতাংশের ওপরে। অর্থাৎ করোনার চতুর্থ ঢেউ চলছে।
বাংলাদেশের পাশাপাশি ভারতেও করোনার সাপ্তাহিক গতিপ্রকৃতি বিচারের সংক্রমণ বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে দেশটির ২১ শতাংশ বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com