কলকাতায় মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৩ পেলো সুতাকথন নারী উন্নয়ন সংস্থা ।
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ”এর সহযোগিতায় “ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল” এর নিবেদনে এই রবীন্দ্র-নজরুল বঙ্গ উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
আড়ম্বরপূর্ণ সেই অনুষ্ঠানে সুতাকথন এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সভাপতি জান্নাতুল ফেরদৌসি । এ সময় সেখানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাপিয়া ইকবাল , কুমকুম ফকির, জান্নাতিন নাঈম প্রমুখ ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ।
জান্নাতুল ফেরদৌসি বলেন , নারী উন্নয়নে ভুমিকা রাখার জন্য সুতা কথন অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে । এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেল । আমাদের বন্ধু ইলিয়াছ উদ্দিন মোল্লা এমপি সব সময় আমাদের সঙ্গে আছেন, এই সুযোগে তাকেও কৃতজ্ঞতা জানাই ।
সংবাদটি শেয়ার করুন