নন্দিত অভিনেত্রী জয়া আহসান কলকাতায় নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন। পরিচালক বিরসা দাশগুপ্ত ।‘ক্রিসক্রস’ চলচ্চিত্রে আগামী ২৭ মার্চ থেকে শুটিং শুরু করছেন জয়া । আবার ২০ মার্চ থেকে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন।
দেশে শেষ হলো জয়ার মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। সার্কাস কন্যা বিউটির চরিত্রের খোলস থেকে বেরিয়ে জয়া এখন ‘কণ্ঠ’ থেরাপিস্ট। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’তে জয়া অভিনয় করছেন, সে কথা আগেই জানতেন ভক্তরা।
২১ মার্চ সকাল থেকে জয়া অংশ নিয়েছেন ‘কণ্ঠ’ চলচ্চিত্রটির শুটিংয়ে। এ পর্যন্তই খবর হতে পারতো, তবে, জি সিনে অ্যাওয়ার্ড প্রাপ্ত জয়ার ব্যস্ততা এখন তুঙ্গে।
জানা গেছে , নতুন আরেকটি চলচ্চিত্রে স্বস্তিকার বদলে যুক্ত হয়েছেন তিনি।
বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রটি একই শহরের পাঁচ নারীর গল্প। জয়া এতে অভিনয় করছেন এক সাকসেসফুল লেডি চরিত্রে।
জয়া বললেন, “এই ছবিতে কাজ করার কথা ছিল না আমার। পরিচালকের অনুরোধে হঠাৎ করেই যুক্ত হলাম। শুটিং শরু হয়ে গেছে ছবিটির।
এদিকে আজ থেকে ‘কণ্ঠ’ চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি। ২৭ তারিখে ‘ক্রিসক্রস’-এর শুটিংয়ে অ্যাটেন্ড করছি।”
জয়া অভিনীত ‘ক্রিসক্রস’ চলচ্চিত্রটিতে জয়া ছাড়াও অভিনয় করছেন নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনী সরকার।
ছবির সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন প্রীতম। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ।
সংবাদটি শেয়ার করুন