২৬শে জানুয়ারি ২০২১ ইং | ১২ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৬
এসবিএন ডেস্কঃ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কলকাতা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের গন্তব্য বেঙ্গালুর।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুর যাচ্ছে বাংলাদেশ দল। কলকাতার আইটিসি সোনার বাংলা থেকে কড়া নিরাপত্তায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দলকে। দুপুর পৌনে ১টায় বেঙ্গালুর পৌঁছানোর কথা রয়েছে মাশরাফি-মুশফিকদের।
আগামী ২১ মার্চ বেঙ্গালুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। একই মাঠে ২৩ মার্চ সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বেঙ্গালুরে আজ অনুশীলন করবে না বাংলাদেশ দল।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স করলেও সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই সুপার টেনের পরবর্তী ৩ ম্যাচের ২টি’তে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেটও বাড়াতে হবে বাংলাদেশকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766