২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
এসবিএন ডেস্ক:
শাহ আলী থানাধীন মিরপুর-১ নম্বরের ওই ছয়তলা ভবনের বাসাটি জঙ্গিরা স্থানীয় একটি কলেজের ছাত্র পরিচয়ে ভাড়া নেয়। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ রকম তথ্য পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বাসার ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গ্রেনেড রয়েছে। যেকোনো সময় বিস্ফোরিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আশপাশের লোকজন ও সাংবাদিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের কয়েক শ সদস্য বাসাটিকে ঘিরে রেখেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুরে এরা বাসা ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছে। আশুলিয়া, আবদুল্লাহপুর এলাকায় ভাড়া একটু কম হওয়ায় তারা এসব এলাকায় বাসা ভাড়া নিয়ে আস্তানা গড়ে তোলে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766