১লা জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলের স্ত্রী (কাজী অনিরুদ্ধের স্ত্রী) কল্যাণী কাজী আর নেই।
শুক্রবার (১২ মে) সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব কবিমঞ্চের আহবায়ক পুলক কান্তি ধর । তিনি রেডটাইমস কে বলেন , কল্যাণী কাজী আমার স্মৃতিতে আজো উজ্জ্বল হয়ে আছেন । কয়েক বছর আগে কলকাতা ছায়ানটের আমন্ত্রণে এক অনুষ্ঠানে গিয়েছিলাম । সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল । এরপর থেকে তাঁর অঙ্গে আমার যোগাযোগ অব্যহত ছিল ।
মৃত্যুকালে কল্যাণী কাজীর বয়স হয়েছিল ৮৭ বছর। পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন তিনি।
নজরুল সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে তাকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শোক বার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধর স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকালে তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তার প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি কল্যাণী কাজীর আত্মীয়-স্বজন ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি। ’
S | M | T | W | T | F | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com