এসবিএন ডেস্কঃ চলছে আইসিসি টি২০ বিশ্বকাপ। গতকাল ছিল পাকিস্তান-বনাম ভারতের খেলা। এ খেলাকে সামনে রেখে ২ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মধ্যে ছিল উন্মাদনা।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন পাকিস্তানি মডেল, অভিনেত্রী কান্দীল বালোচ।
কারণ ভারত-পাকিস্তানের মধ্যেকার টি-২০ ম্যাচটি উপলক্ষ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন, যদি ভারত হারে তাহলে নগ্ন হয়ে নাচবেন তিনি।
প্রকাশিত ভিডিওতে তিনি বলেছিলেন, ‘এই বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তবে আমি ‘স্ট্রিপ ডান্স’ করব অর্থাৎ নগ্ন হয়ে নাচব। আমার এই নাচ অধিনায়ক শহিদ আফ্রিদির জন্য উৎসর্গ করব।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com