পিরোজপুর প্রতিনিধি
রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে হোসেন রাব্বির বিরুদ্ধে।
এর আগে তার বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলাসহ নারী নির্যাতনের একাধিক অভিযোগ পাওয়া গেছে।
দেখা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর একাত্তর টিভির ফেসবুকে প্রচারিত এক প্রোগ্রামে রাষ্ট্রবিরোধী কমেন্ট করেছেন ফজলে হোসেন রাব্বি। একটি কনেন্টে তিনি লিখেছেন, “বাংলা হবে আফগান আমরা হবো তালেবান।” আরেকটি কমেন্টে তিনি লিখেছেন, “পাকিস্তান জিন্দাবাদ।” এমন পাকিস্তান ও আফগানপ্রীতি থাকার পরও এবং সন্ত্রাসী সংগঠন তালেবানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার পরও মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে রাজনৈতিক পরিচয় বহন করছে ফজলে রাব্বি।
এর বাইরেও তার বিরুদ্ধে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে কাউখালী থানায় মামলা রয়েছে। গত ১৩ মার্চ রাতে কাউখালীর হরিণধরা গ্রামের এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন রাব্বি। এ ঘটনায় সেই রাতেই কাউখালী থানায় নির্যাতিতা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজহার থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাজারে গেলে বাসায় একা পেয়ে গৃহবধূকে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপনে চেষ্টা চালায় ফজলে রাব্বি। পরে ওই নারী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে রাব্বি ওখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনার বাইরেও ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন