ঢাকা ১৫ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


কাজলশাহ এলাকায় মাইকে ‘ডাকাত ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

abdul
প্রকাশিত মার্চ ২৬, ২০১৬, ১২:৩৩ অপরাহ্ণ
কাজলশাহ এলাকায় মাইকে ‘ডাকাত ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

এসবিএনঃ সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় মাইকে ‘ডাকাত ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে ২ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অপহরণ মামলার এক আসামিকে ধরতে শুক্রবার রাত ১১টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ।

এ সময় এলাকাবাসী মাইকে `ডাকাত আক্রমণ করেছে` ঘোষণা দিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের লাঠিচার্জ করে। এতে ৮ জন আহত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930