৮ই মার্চ ২০২১ ইং | ২৩শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
জাতীয় ভাবে আলোচিত হাওর করাইয়ার কৃষক আন্দোলনের অন্যতম নেতা কাজী ফেরদৌস হোসেন আর নেই । তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সন্তান । উনসত্তুরের গণআন্দোলনের অন্যতম সংগঠক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরবর্তীতে বিপ্লবী ছাত্রইউনিয়ন ও ন্যাপ(ভাসানী)’র বিশিষ্ট নেতা, মৌলভীবাজার মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, তেজস্বী ছাত্রনেতা কাজী ফেরদৌস হোসেন আজ বুধবার ৬জানুয়ারী বাংলাদেশ সময় রাত অনুমান ৯টার সময় মৌলভীবাজার শহরের সমশেরনগর রোডের শ্যামলী এলাকায় তার নিজবাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১১টায় শ্যামলী রোডের মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯বছর।
প্রয়াত ফেরদৌস হোসেন মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কাজী ফেরদৌস পৃথিমপাশার একসময়ের জমিদার ও এলাকার এক সময়ের শাসকপরিবারের বীর মুক্তিযোদ্ধা রাজা আলী সফদর খানের(রাজা সাহেবের) ঘনিষ্ট সহযোগী হিসেবে সক্রিয় ছিলেন। আপসহীন এ রাজনীতিক মঈন উদ্দীন আহমদের সরকারের সময় দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766