২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫
এসবিএন নিউজ, কানাইঘাট প্রতিনিধি মুস্তাফিজুর রহমান: উৎসবমুখর হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজানের কাছে হেরে গেলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান।
কানাইঘাট পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান (নারিকেল গাছ) প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান (নৌকা) প্রতীক পেয়েছেন ২ হাজার ৮ শত ৯১ ভোট।
এছাড়াও (মোবাইল ফোন) প্রতীকে ২১৭৮ ভোট পেয়েছেন জামায়াত নেতা ওলিউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন (জগ) প্রতীকে পেয়েছেন ১৫৫৮ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১১৩৭ ভোট, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাবুল আহমদ (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩৭৬ ভোট, খেলাফত মজলিশ সমর্থিত প্রার্থী ইসলাম উদ্দিন (রিক্সা) প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট এবং সর্বশেষ জাসদ সমর্থিত প্রার্থী (মশাল) প্রতীকে পেয়েছেন ৫৭টি ভোট।
পৌর এলাকার মোট ৯টি কেন্দ্রে ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণ ভাবে ভৌট গ্রহণ সম্পন্ন হয়। তাছাড়া নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলা রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, কানাইঘাট পৌর এলাকায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ২৮৭, তারমধ্যে ১২ হাজার ১২১টি ভোট অর্থাৎ ৭৮.৪২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766