কানাডা থেকে ‘‘ফোবানা এ্যাওয়ার্ড” পেলেন কামাল আহমেদ

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

কানাডা থেকে ‘‘ফোবানা এ্যাওয়ার্ড” পেলেন কামাল আহমেদ

কানাডা থেকে ‘‘ফোবানা এ্যাওয়ার্ড” পেলেন কামাল আহমেদ

বাংলাদেশ ও বহির্বিশ্বে বেতার সম্প্রচারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বহির্বিশ্ব কার্যক্রম,বাংলাদেশ বেতারের পরিচালক, কামাল আহমেদকে সম্প্রতি ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, কানাডা) এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
“ফোবানা” হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চলে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বৃহত্তর পেশাজীবী এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন। কানাডা ভিত্তিক এ সংগঠন দীর্ঘদিন যাবৎ উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। প্রতি বছর “ফোবানা” তাদের দেশপ্রেমের দায়িত্ববোধ থেকে বাংলাদেশী সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে। এ বছর তারা ৩১তম ফোবানা সম্মেলনে সম্মানিত অথিতি হিসেবে কামাল আহমেদ-কে নির্বাচিত করেছে ।
গত সেপ্টেম্বর ২০১৭ তে কামাল আহমেদকে এই মনোনয়ন প্রদান করা হয়, কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি তখন কানাডা যেতে পারেননি। প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ফোবানা এ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গিয়ে তার পক্ষে এই পদক গ্রহণ করা সম্ভব হয়নি।
সম্প্রতি আওয়ামী লীগ অব কানাডা এবং সার্বজনীন বিজয় দিবস উদযাপন কমিটি কানাডার আমন্ত্রনে কামাল আহমেদ কানাডা সফর করেন এবং সংস্থা দুটি আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ফোবানা, কানাডার যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগ অব কানাডার সাধারন সম্পাদক মোহাম্মেদ আব্দুস সালাম এই সফর কালীন বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদের হাতে ফোবানা এ্যাওয়ার্ড প্রদান করেন।
বাংলাদেশ বেতার থেকে কোন কর্মকর্তার আর্ন্তজাতিক পরিমন্ডল থেকে এটিই প্রথম পদক প্রাপ্তি; যা বেতার ইতিহাস এক বিরল ঘটনা। এই পদক প্রাপ্তি শুধু কামাল আহমেদ’কে নয় বাংলাদেশ বেতার, তথা বহির্বিশ্ব কার্যক্রমের ভাবমৃতি ও গ্রহনযোগ্যতাকে সমুন্নত করেছে।
এছাড়াও কামাল আহমেদ ২০১০ সালে ‘‘সার্ক কালচারাল পদক”, ২০১৫ সালে ‘‘বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন পদক”, ২০১৭ সালে ভারতের মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয় হতে ‘‘অদ্বৈত মল্লবর্মন পদক” এবং ২০১৭ সালে ভারত হতে ‘‘বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক” লাভ করেন।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031